<
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে নয়াহালট গ্রামে (২৪ এপ্রিল) দুপুর ২ ঘটিকায় দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়।
সিলেটের প্রখ্যাত আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খাঁন (দা.বা.) দারুল হুদা মাদ্রাসা নয়াহালট (জামালগঞ্জ) এর ছাত্রদের সবক নেন, দাতা ও প্রতিষ্ঠাতা আবু সাহেদ ( ইউ কে প্রবাসী) জসীম উদ্দিন তালুকদার (নয়াহালট) মিজানুর রহমান আবলুছ মিয়া (ইউ কে প্রবাসী) দিলারা বেগম (ইউ কে প্রবাসী) মো. মহসিন কবির (নয়াহালট) সহ সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করেন। এ সময় প্রধান অতিথি বলেন, আসমানী কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল আল কোরআন ইহার সঙ্গে বুদ্ধি, সময় ও অর্থ দিয়ে যে কোন টা দিয়ে সাহায্য করবে আল্লাহতায়ালা তার জান্নাতের রাস্তা দেখিয়ে দেবেন। এতে মাদ্রাসার ছাত্র ছাত্রী ও এলাকার আলেম উলামা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।