মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪ উপজেলায় মোট ৫৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত জেলার তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাচন অফিসে অনলাইনে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। "তাহিরপুর উপজেলায় " দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য তাহিরপুর উপজেলার মোট ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ এবং মহিলা ভাইস - চেয়ারম্যান পদে ৩ জন। এখানে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান, বিএনপি নেতা আবুল কাসেম, আওয়ামীলীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, লন্ডন প্রবাসী মিঠু রঞ্জন পাল। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা সভাপতি আবু সাঈদ (স্বর্ণালী হিজড়া)। ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার, সাবেক ইউপি সদস্য সুষমা জাম্মিল। "ধর্মপাশা উপজেলায়" ধর্মপাশা উপজেলায় মোট ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন। এখানে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, এস আর হায়দার চৌধুরী, মো. সাইফুল ইসলাম চৌধুরী, নাসরিন সুলতানা দিপা, আওয়ামীলীগ নেতা শামিম আহমদ বিলকিস, আওয়ামীলীগ নেতা শামিম আহমদ মুরাদ। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাদ্দাম হোসেন, মো. বেনিয়ার হোসেন পাঠান,এ এইচ ওয়াসিম, মো. ফেরদৌসুর রহমান, শাহ মোহাম্মদ আলী আকবর, বিজয় হোসেন। মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মর্জিনা আক্তার, ইয়াসমিন, অনামিকা আক্তার, মোছা.পেয়ারা আক্তার, রেশমা আক্তার। "জামালগঞ্জ উপজেলায় " জামালগঞ্জ উপজেলায় মোট ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা ইকবাল আল আজাদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামিম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক আফিন্দি। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি, আকবর হোসেন, মকবুল হোসেন। মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, হাফিজা আক্তার, মার্জিনা ইয়াসমিন সিগনা। "বিশ্বম্ভরপুর উপজেলায়" বিশ্বম্বরপুর উপজেলায় মোট ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস - চেয়ারম্যান পদে ৫ জন। এখানে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিএনপি নেতা হারুন উর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামীলীগ নেতা দিলীপ কুমার বর্মন, বিএনপি নেতা মহন মিয়া বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা রঞ্জিত চৌধুরী রাজন। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী, আওয়ামীলীগ নেতা শাহ দেলোয়ার হোসেন দিলু, মো. আব্দুল মান্নান, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, মো.জুলহাস মিয়া, সেলিম আহমদ। মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন,উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, আমেনা খাতুন, পেয়ারি খাতুন, মোছা. মদিনা আক্তার, জান্নাত মরিয়ম। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই আগামী ২৩ এপ্রিল। আপিলের তারিখ (২৪ থেকে ২৬) এপ্রিল এবং আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল এবংপ্রতীক বরাদ্দ ২ মে। আগামী ২১মে রোজ মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।