গান শেষে বাড়ি ফেরার পথে ছাতক রোডে সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসান নিহত


Azharul-haque-Bhuiyah প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৪, ৫:০০ পূর্বাহ্ন /
গান শেষে বাড়ি ফেরার পথে ছাতক রোডে সড়ক দুর্ঘটনায় শিল্পী পাগল হাসান নিহত


সুনামগঞ্জের ছাতক পৌর শহরের সুরমা সেতুর কাছে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান (৩৩) নিহত হয়েছেন। তাঁর সঙ্গে অটোরিকশায় থাকা ছাত্তার মিয়া (৩০) নামের আরেকজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন । তাঁদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানের বাড়ি ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে। শিল্পী পাগল হাসানের ‘আসমানে যাইও নারে বন্ধু…’, ‘জীবনখাতায় প্রেম কলঙ্ক…’, ‘মন আমার মরা নদী…’, ‘মাটির বালাখান…’ এমন বেশ কিছু জনপ্রিয় গান আছে। তিনি শিল্পী, গীতিকার ও সুরকার হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পাগল হাসানের মামা রবিউল হাসান জানান, গতকাল বুধবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পাগল হাসান একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে। বৃহস্পতিবার সকালে একটি অটোরিকশায় করে সে ও তাঁর সঙ্গীরা বাড়ি ফিরছিল। পথিম্ধ্যে সকাল ছয়টার দিকে ছাতকের সুরমা সেতু এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাসান ও ছাত্তার নামক ব্যক্তি নিহত হন। আহত হন একই গ্রামের জাহাঙ্গীর, রূপন ও লায়েছ নামক ব্যক্তি। শিল্পী পাগল হাসানের স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সংগীতশিল্পী পাগল হাসানসহ দু’জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।